পড়তে হবে তাই কি পড়ি গ্রন্থ!
না, না, পড়ি খুশীর জন্য, জানি
পড়ার কিছু পেলেই, আমি পড়ি
পড়েই জানি জ্ঞান অনন্ত, মানি|


গল্প পড়ায় আছেই তো উৎসাহ
খবর পড়া প্রতিদিনের স্বভাব
আর কবিতা, সেটাও মনের অঙ্গ
বুঝি না তো পড়ার কোনো অভাব|


যখন পড়ি তখন মনে আসে
যে লিখেছে সে তো আমার মতন
এমন লেখা লিখতে ইচ্ছে করে
দিয়েও ফেলি লেখায় আমি যতন|


লেখার শুরু উৎসাহতে ভরা
একটু পরেই ধৈর্য হারায় আগে
শেষ দেখতে এ মন হয় আনচান
লেখাও থামে অসম্পূর্ন ভাগে|


গল্প লেখায় মনটা যেতে চায় না
তাই কবিতায় দিয়েছি এই মন
দু চার লাইন লিখেই যে হয় শেষ
আনন্দ হয় করেই নতুন গঠন|


ছন্দ আমার খুব পছন্দ, তাই তো
গড়েই ফেলি শব্দ দিয়ে ছন্দ
বিষয়গুলো বেশীরভাগই বাস্তব
বাস্তব আর ছন্দে পাই না দ্বন্দ|


হাতে কলম, মনের মধ্যে ভাবনা
সামনে কাগজ ডাকছে, ছুটে আয়
সময় যখন হচ্ছে আমার সাথী
কলম তখন থামানো হয় দায়|