সেবা করবার ইচ্ছা ছিল যে
তাই তো হয়েছে ডাক্তার
প্যাঁচ দিয়ে কথা বলতে চাওনি
হয়েও যাওনি মোক্তার|


সেবা সেবা সেবা শুধুই ভেবেছো
মহান তোমার ভাবনা
এই ভাবনার প্রেরণাকে নিয়ে
তুমি ডাক্তার, তাই না!


হতে কি পারেই কেউ ডাক্তার
শুধু প্রেরণার আবেশে!
মেধা ও বুদ্ধি চাই বেশী বেশী
এ দেশে কিংবা বিদেশে|


শত সহস্র নিশীথেই জেগে
করেছো অধ্যয়ন
কত যে শিখেছ হিসেব কোথায়
ভাবোনি তুফান সমীরণ|


আজ তুমি হয়ে গ্যাছো ডাক্তার
হর্ষ ছুঁয়েছে সীমা
এখন তুমি যে চাইছই পেতে
সুখ দিয়ে গড়া প্রতিমা|


'সেবা' শব্দকে রেখেছো আড়ালে
এখন করছো ব্যবসা
প্রতি কাজে তুমি দেখছই টাকা
টাকাতে মিটছে পিপাসা|


মানুষ দিচ্ছে নিজেকেই সঁপে
তোমার হাতেই, নয় কি!
সেই বিশ্বাস নিয়েই খেলছো
এতো অন্যায়, জানো কি!


রুগী দেখে আয় সে তো স্বাভাবিক
সকলেই করে পেশাতে
সেবা ভুলে তুমি ধরলে ব্যবসা
ফেললে রুগীকে বিপদে|


সব রুগীকেই চালনা করছো
অপচয়কর পথে
প্রয়োজন নেই যে পরীক্ষার
করাচ্ছো তাই অবাধে|


কমিশন বুঝে মারছও কোপ
খেলছো খেলা চিকিৎসা
এ খেলায় তুমি নায়কের স্থানে
জেতা হয়ে গেছে নেশা|


পারছো না তুমি বুঝতে এখন
এ নেশায় আছে কষ্ট
আয় করো, সাথে সেবাও করোনা
কেউ হবেনাও রুষ্ট|


তোমার যে কাজ সে কাজ ভিন্ন
নয় সাধারণ পেশা
তোমাকেই ভাবে লোক ঈশ্বর
ছাড়োনা টাকার নেশা|


ডাক্তার