দীর্ঘ পথের সূচনা তো হয়ে আছে
দীর্ঘ পথের অন্ত কোথায় জানা নেই
দীর্ঘ যাত্রা শেষ করে জানা যাবে
দীর্ঘ জীবন ছিল এই বরাতেই|


দীর্ঘশ্বাস নেওয়া ও ছাড়ার হিসেব
দীর্ঘ কামনা বাসনাতে করা যায় কি!
দীর্ঘ নদীর জলস্রোতের মতনই
দীর্ঘশ্বাসে বাধা পড়ে যায়, নয় কি!


দীর্ঘ ভাবনা থাকে না দীর্ঘ প্রতিক্ষণ
দীর্ঘ সময় কর্মে না দিলে, হবে কি!
দীর্ঘ সময় দিয়ে কি হই সফল!
দীর্ঘ ধারণা বিষন্নতায় ছায় কি!


দীর্ঘ আদেশ পালন করাই মুশকিল
দীর্ঘ স্মৃতিকে ধরে রাখাও তো তাই
দীর্ঘ না করে করলে আদেশ হ্রস্ব
দীর্ঘ হবে না বিচলিত মন কখনই|


দীর্ঘ প্রেম কি ভরে দেবে ভালবাসা!
দীর্ঘ প্রতীক্ষার আগ্রহ চাই কি!
দীর্ঘ বিরতি বাড়িয়েই দেবে আশা
দীর্ঘ নেশাতে ভালবাসা মান পাবে কি!


দীর্ঘ বিরহ হলেও অসহনীয়
দীর্ঘ রাত্রি দূরে যাবে ঠিক সময়ে
দীর্ঘ মধুর স্বপ্নের মাঝে ডুবে
দীর্ঘ আশ্বাসন দেবে সব ভুলিয়ে|


দীর্ঘ কলহ জ্বলতেই থাকে মননে
দীর্ঘ মিতালি জ্বলনের উপশম
দীর্ঘ বিরাম চাই বিরসতা থেকে
দীর্ঘ জীবন হলেও তা তো কম|


দীর্ঘ অপেক্ষার হবে শেষ নিশ্চিত
দীর্ঘ হাসিতে ভরবে কি পরিণাম|
দীর্ঘ জীবন কত সংখ্যাতে দীর্ঘ!
দীর্ঘ চিন্তা ছোটাবেই শুধু ঘাম|


দীর্ঘ না চেয়ে বিপরীত যদি চাই!
দীর্ঘ কি তবে দিয়ে দেবে নিস্তার!
দীর্ঘ হ্রস্ব নিজ নিজ সীমানাতে
দীর্ঘ হ্রস্ব দেখাবে নিজের অধিকার|


দীর্ঘ নিয়ে অল্প দীর্ঘ ভাবনা