পেলাম অনেক, পেয়েই বেড়েছে বোঝ
কি পেলাম তাতে করি না তো আমি খোঁজ|


দেখলাম কত, দেখার যে শেষ নেই
দেখতেই হবে, এ যেন বাধ্যকতাই|


শোনাও তো ঠিক দেখবার মতো হচ্ছে
দেখে আর শুনে বোঝার চেষ্টা চলছে|


কার পরিকল্পনাতে হয়েছে শরীর!
নিঁখুত গড়নে পরিপূরকের ভীড়|


শুধু তাই নয়, প্রতিটি শরীর পাচ্ছে
প্রতিটি শরীরে মন খেলা করে যাচ্ছে|


এ শরীর আর ও শরীর ঘিরে মিল
কল্পনা আর স্বপ্ন করছে ঝিলমিল|


শরীরের মাঝে প্রাণের বিরাজে ব্যক্তি
নারী বা পুরুষ যেই হোক, তাতে শক্তি|


অবিরাম ভাবা সব মানুষের ধর্ম
বলেও তো যায় ভাবনা একটা কর্ম|


ভাবনার উৎসের জ্ঞান কারো নেই
ভাবনা অন্তে ভাবনারই আছে ঠাঁই|


লেন দেন আছে সব ভাবনার মধ্যে
দেখা আর শোনা ছাড়াই ভাবনা সাধ্যে|


অন্ধের শুধু শুনেই জীবন কাটছে
শব্দানুভূতি বেশী নিয়ে তারা বাঁচছে|


বধিরের নেই শব্দানুভূতি শরীরে
দৃষ্টি হয়ত যায় বধিরের গভীরে|


পেয়ে পেয়ে এই জীবন পূর্ণ আলোকে
থামানো যায় না কখনোই পাওয়াকে|


সূর্য্যের তাপ-আলো এ ধরায় থাকবে
দেখা শোনা পাওয়া বন্ধ কি হবে ভবে!


সকলেই কিছু পেয়ে যায় প্রতি ক্ষনে
দেখা আর শোনা চলতেই থাকে সমানে|


যা যা পেয়ে যাই, তাতে কারো মন নেই
দেখা আর শোনা ঠিক পাওয়ার মতই|


পেয়েই চলেছি ভাবনার যত ভাব
বাতাস বুঝতে দেয় না তার অভাব|


কেন কেন তবু অতৃপ্তিতে মন!
বুঝিনা তাই তো লিখছি এই কথন|