কিছুই দেখার ছিল না আমার
কিন্তু দেখে তো যাচ্ছি
যা কিছু দেখছি, তাই তো দেখার
এও আমি মেনে নিচ্ছি|


বেঁচে থাকলেই, দেখতেও হবে
আমি যে হইনি অন্ধ
নির্বাক দেখা, দেখি আর ভাবি
কোন দেখা গড়ে ছন্দ|


চলতে থাকবে দেখা আমরণ
বলা আর শোনা সাথী
তিন উপযোগী সাধনের ফলে
জীবনের মাঝে স্থিতি|


দেখা প্রয়োজন, খুব প্রয়োজন
তেমনিই বলা শোনা
বেঁচে কি থাকেনা, যাঁরা বোবা কালা!
বাঁচার স্বাদ কি নোনা!


দৃষ্টির পরিধিতে যত কিছু
সহজ সরল দেখা
খুঁজে খুঁজে কিছু দেখতেও হয়
তাই কি আসল দেখা!


দেখার বিরাম থাকে প্রত্যহ
আঁখি চায় বিশ্রাম
আঁখি বিশ্রামে, মন দেখে যায়
স্বপ্নের মাঝে অবিরাম|


যা দেখেছি, এতদিন পর্যন্ত
হিসেব তার নগন্য
যা দেখিনি, তাই কেন হয়ে যায়
মনের মাঝেতে গণ্য!


এটা কি দেখেছো, ওটা কি দেখেছো!
এই জিজ্ঞাসা চাই না
চলতে চলতে কত কিছু দেখি
তার বেশী মন চায় না|


কিছু দেখা আছে চেতনায় জোড়া
পরিকল্পনা প্রয়োজন
এমন দেখার জন্য তো মন
হয় উদগ্রীব অনুক্ষণ|


অতি অপরূপ প্রকৃতির রূপ
ছড়িয়েছে চারিদিকে
যে দিকে তাকাই, আঁখি ভরে যায়
পরিতোষ এই বুকে|