//দেওয়া আর নেওয়া হোক-না প্রতীক//


কী করে যে হবে
দুটো মনে মিল!
দুদিক দিয়েই
আটকানো খিল।


আমি দিতে চাই
চাওনা তো নিতে...
যা যা নিতে চাও
পারিনা যে দিতে...
চাইলেই পাবে
মানছি না আমি...
দিলে নেবে নাকি
তাও দূরগামী।


দেওয়া আর নেওয়া
নেওয়া আর দেওয়া...
এই দুই এ ভরা
পৃথিবীর হাওয়া...
দিচ্ছি তো আমি
যেটা মন বলে...
তুমি থাকছ না
কখনো সে দলে।


ঠিক বিপরীত
তাও হতে পারে...
দেখছিও তাই
আসছে নজরে...
দোষ কারো নয়
দুজনে দু-ঘরে...
তথাপি সবাই
আছি সংসারে।


দোষ যদি নেই
দুজনেই ঠিক...
উভয়ের দেওয়া
হোক-না প্রতীক...
নেওয়া বাদ কেন
সেটাও আসুক...
দুটি মন ঘিরে
স্বপ্ন ভাসুক।


সুবীর সেনগুপ্ত