ভেবেছিস নাকি, যত দিবি তত পাবি!
শর্তের মাঝে, পাওয়া দেওয়া মতলবী|


খুশী করে ইচ্ছেকে, যত খুশী দেওয়া যায়
তেমনটা ঠিক, পাওয়ার বেলায় নয়|


দেওয়ার সঙ্গে, পাওয়ার কি সম্পর্ক!
দিলে নেওয়া যায়, না দিলে হয় না তর্ক|


দেওয়া হবে বিনাশর্তে, তবেই খাঁটি|
কিনতে চাইলে নাম, দেওয়া হবে মাটি|


দেওয়া না থাকলে, পাওয়ার প্রশ্ন নেই
তবুও তো পাই, কিছু কিছু সকলেই|


শ্বাস প্রশ্বাস, নিতে যে বাতাস দরকার
কেউ তো দেয় না, এ তো প্রকৃতির সম্ভার|


দেওয়া আর পাওয়া, দুটোতেই খুব আনন্দ
বেশী কম নেই, খুশীতে সমান ছন্দ|


পাওয়ার প্রতিক্রিয়া কি হবেই, দেওয়া!
ঠিক বিপরীত, হবে নাকি প্রতিক্রিয়া!


দেয়া আর নেয়া, এতেই চলছে সংসার
এখানে ওখানে, তাই শুনি আমি বারবার|


নেওয়া আর পাওয়া, দুটোই তো একদিকে
দেওয়া স্বতন্ত্র, হয়েই আর এক দিকে|


অব্যবহিত, দেওয়ার পূর্বে ভাবব কি!
কি কি পাব, আর কত পরিমানে, হয় কি!


কিছু না পেয়ে কি, বাঁচা সম্ভব হয়!
কিছু না দিয়েও, পৃথিবীতে বাঁচা যায়|


'দেওয়া' আদর্শ হবে, দিলে নিঃশর্তে
হবে নাকি 'পাওয়া' আদর্শ, কোনো মতে!


অনেক রকম, 'দেওয়া' নিয়ে এই সংসার
এতে আছে শত, সম্পর্কের বিস্তার|


বিবিধ জীবন, বিবিধ দেশে বিভিন্ন
জাতি মত আর, ধর্মের, বহু চিহ্ন|


কোন 'দেওয়া' পাবে, সর্বোচ্চ সন্মান!
বিশেষ স্থান, আর কাল এর ক্ষেত্রে, এই মান|


যে দেওয়ার কথা বলছি, তা নয় ঋণ
এ দেওয়া তো হল, পবিত্র আর স্বাধীন|


সাধারণ করে, ভাবলেই দেওয়া-পাওয়া,
সমাজেও বহে যাবে নির্বাধ হাওয়া|