জানো, আমি কেন করতে চাই না দান!
নাম কিনবার ইচ্ছাই নেই
মাথা ব্যথা হয় সুখ্যাতিতেই
রেগে উঠি আমি 'দান' শুনলেই
সাধারণ বাঁচাতেই পেয়ে যাই ঘ্রাণ|


দেওয়ার ইচ্ছা কখনো যদি বা হয়
নিজের বাঁচিয়ে কিছু দিয়ে ফেলি
অচেনাকে দিই, সহজেই ভুলি
ছড়িয়ে দিই না কপচানো বুলি
দেয়া আর নেয়া প্রধান বিষয় নয়|


ব্যস্ত হই না দেওয়া ও নেওয়ায় যেতে
ভাবি না, যে দেয় তাকে দিতে হয়
আর যে দেয় না তাকে কভু নয়
এ নিয়ম মানে চাই না তো জয়
উপহারে পড়া নামটাকে রাখি মনেতে|


মানতে পারি না দান নিয়ে বেঁচে থাকা
দান করে দয়া করতে চাই না
মায়া-দয়া, সে তো ভুলতে চাই না
আবছায়া হয়ে বাঁচতে চাই না
বাঁচা নিজ আয়ে, থাকবে খুশীতে মাখা|


যে দাতা, তাকেও নিশ্চিত দিই সম্মান
বুঝতেও চাই দানের মর্ম
দাতা কি দেওয়াকে মেনেছে ধর্ম!
শুধু দানে নাম, তাই এ কর্ম
এ সব ভাবনা এ মনের অভিযান|


দান, দয়া, ধার, কোনোটাতে এই মন নেই
তবুও যে দিতে চায় এই মন
সে তো হয়, কেউ চাইলে তখন
সে দেওয়াতে নেই হিসেবের ক্ষণ
শুরু আর শেষ, এই বিষয়ের সাথে সাথেই|


প্রতিটি মানুষ করে যায় দান অজান্তে
ছোট ছোট দান কাটে না তো দাগ
এই সব দানে গড়ে না তো বাগ
করতে পারে না কেউ কোনো রাগ
এমন দানেই থাকুক জীবন শান্তিতে|


দেয়া আর নেয়া প্রধান বিষয় হবে কি!!!