//দেওয়ালের ইতিহাস//


অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে
এক দেওয়াল
প্রাণহীন নিঃশ্চল
আলো আঁধারের ছায়াগুলো
তার উপরেই সচল
যেন মৃত কোনো
বেওয়ারিশ প্রাণীর উপর
কীটের আনাগোনা।


ইঁট চুন সুরকির সহাবস্থানে
অবলা দেওয়াল
ক্ষত বিক্ষত বিদ্ধস্ততা
অজান্তে রেখে গেছে
কত শিল্প কর্ম।


ফাটলের গর্ভ থেকে
জন্ম নিয়েছে ছোট ছোট গাছগুলো
আজ আছে নিশ্চিন্ত ঘেরার মাঝে-
একদিন দুর্বার হয়ে
ধ্বংস করবে এই দেওয়াল
যার থেকে উৎপত্তি হয়েছিল
এই সব কিশলয়।


সুবীর সেনগুপ্ত