//দেরী করিস না পরের জীবনে//


তুই এসেছিস!!!
আসলি, কিন্তু করলি কেন এত দেরী!
তোর আর আমার যৌথ সময়
ভেসে গেছে নদীর স্রোতে।
সেই সময়ে গড়ার ছিল
একটি বাগান, একটি কুটির
একটি ভালবাসার স্তম্ভ...
এখন হয়না নতূন করে আরম্ভ।
এসেই গেছিস, বস এখানে
এই মেঝেতে, আমার সামনে।
এখন যেটা করতে পারি
স্বীকার করে বলতে পারি-
ছিলিস আমার, আছিস আমার
থাকবিও তাই ভবিষ্যতে-
পরের জীবন পূর্ণ করবে অপূর্ণ সাধ...
তখন যেন দেরী করে ভাঙ্গিস না আর ছাদ।


সুবীর সেনগুপ্ত