আগে কিছু দাও, তারপরে চাও
এই কি নিয়ম, সে তো জানা নেই
না দিয়ে চাইলে, দোষটা কোথায়!
দিতে হয় দাও, না দিলে না পাই|


আগে কিছু চাও, তারপরে দাও
এটাও হয়না কোনোই নিয়ম
চেয়ে যদি পাও, এবং না দাও
বলবে কি কেউ, তুমি তো অধম!


দিলে ভালো হয়, না দিলে তা নয়
এই অনুভবে, চলছে জগৎ
কি যে দেব ভাবি, কিছুই তো নেই
তবে কি নেব না, হবে নাকি মত!


যার নেই, তাকে দেওয়া তো উচিত
যার আছে, তাকে কখনই নয়
আসলে তো দিই, যার আছে, তাকে
যে থাকে অভাবে, বঞ্চিত হয়|


দাও আর নাও, নাও আর দাও
দুটোকেই যদি, মানতে না চাই
তবে কি আমার, মান্যতা যাবে!
নাকি যাবে মান, আরো উঁচুতেই!


যদি দিতে চাও, নিশ্চয়ই দেবে
দিতে না চাইলে, কিছুই দিও না
যদি পেতে চাও, কিন্তু না পাও
সংকট ভেবে, আশা হারিও না|


শুধু দিয়ে যাব, দিলেও নেব না
এতে কি কারোর, দাম বেড়ে যাবে!
এই ব্যবহার, করা কি উচিত!
ভালবেসে দিলে, নিতেই তো হবে|


যদি শুধু নিই, দেওয়া দূরে রাখি
এ তো বিভ্রম, ভীষণ ভাবেই
এরকম করে, কার কি যে লাভ
শুধু স্বার্থকে, প্রকাশ করেই!


দেওয়া আর নেওয়া, ছিল ও থাকবে
সাধারণ ভাবে, ভাবলেই হয়
দেওয়া আর নেওয়া, করলে জরুরি
জীবন হবেই, জটিলতাময়|


দেয়া আর নেয়া খুব সাধারণ