//ধারণা করতে কেন ভালো লাগে!//


একটি ধারণা ভুল হয়ে গেলে
ধারণা করা কি ছেড়ে দিতে হবে!
ধারণাতে যদি কারো ক্ষতি হয়
তবে তো এ নিয়ে ভাবতেই হবে।


ধারণা করতে কেন ভালো লাগে!
কেন শুধু শুধু ধারণাতে যাওয়া!
অনুমান আর ধারণা তো একই
অনিশ্চয়তা দুটোতেই হাওয়া।


কত খেলা আছে, ধারণা মুখ্য
ধারণার নেই কোথাও বারণ
এখানে ধারণা হার আর জিত
হয়না ধারণা ক্ষতির কারণ।


এটাও তো ঠিক, ধারণাও লাগে
করতেও হয় এতে নির্ভর
এমন ধারণা, নিজের ব্যাপার
ক্ষতি হলে হবে নিজেরই উপর।


নিজের ক্ষতি বা অপরের ক্ষতি
ধারণার থেকে ক্ষতি কি কাম্য!
রাখতে পারলে, ধারণাকে দূরে
মানা হয়ে যাবে উচিৎ ধর্ম।


যে বিষয়ে জ্ঞান, সেটা জানা আছে
ধারণা সেখানে মানা যেতে পারে
জনতা মানবে সে সব ধারণা
ফল যাই হোক লাভ ক্ষতি ঘিরে।


জ্ঞানী হলেও তো, জ্ঞান সীমিতই
জ্ঞানের পাহাড়ে ফাঁক তো থাকেই
তেমন পরিস্থিতিতে ধারণা
করলে কি ভুল! মানব কি তাই!


ধারণা ছাড়া যে জীবন হয় না
ভরা আগ্রহ আছে ধারণাতে
মানুষ যে সবজান্তার দলে
ধারণা করেই মাতব্বরিতে।


সুবীর সেনগুপ্ত