গাড়ীটা চলেছে
চাকার উপর
চাকাটা চলছে
পথের উপর
পথ পড়ে আছে
জমির উপরে
তাই তো সামনে দেখছি...
দুঃখটা আছে
ভাবের ভিতর
ভাবটা তো আছে
মনের ভিতর
মনটা কোথায়
কীসের ভিতর
সেটাই তো খুঁজে চলেছি।


আমরা তো আছি
ঘরের ভিতর
ঘরটা তো আছে
বাড়ীর ভিতর
বাড়ী তো দেখছি
ভূমির উপর
ভূমি তো সবাই চাইছি...
ভূমি তো আছেই
ধরার উপরে
ধরাও তো আছে
এই চরাচরে
একই চরাচর
জ্ঞানের পাহাড়ে
তাই অকপটে জেনেছি।


মানুষের বাঁচা
আশাটাকে ধরে
আশা তো আছেই
সব মন ভরে
মন একটাই
একটি শরীরে
এক মনে সব ধরছি...
যা কিছু আসছে
যাচ্ছেও সরে
পথটার মত
থাকছে না পড়ে
জীবনের সাধ
ভাবনাতে মরে
ধরার নিয়ম মানছি।