//দিবসের সব//


দিবসের বুকে
কর্মেতে ভরা সংসার
কার কী কর্ম
তৈরীও হয় নামচার।


দিবসের শুরু
বেড়ে যেতে থাকে তান
তান এর মর্ম
বুঝতে লাগে না অভিধান।


দিবসের রূপ
দেখার সময় নেই তো
সময় যে কম
কাজ করতেই ব্যস্ত।


দিবসের গুণ
সকলেই করি ভোগ
ভোগ বাড়িয়েই
ডেকে আনি দুর্যোগ।


দিবসের দান
গুনলে হবে না শেষ
দান নিয়ে নিই
মনে কি রাখি বিশেষ!


দিবসের মান
তালিকাতে ভরা যাবে কি!
মান এর হিসেব
এই মন রাখতে চায় কি!


দিবসের ধারা
দেয়না কি এনে দিশা!
সারাদিন আলো
আলো ফুরোলেই নিশা।


দিবসের সাথে
যত ভাব তত ভালো
দিবসেই প্রাণ
খুশী মেখে ঝলমলো।


সুবীর সেনগুপ্ত