//দিন আনি দিন খাই//


মনটা খুশীতে থাকে
আমি পেয়ে যাই বেশী
ঘর যদি নাও ভরে
তাতেও তো আমি খুশী।


খোলামেলা ঘরে ঘুরি
মনটাও খোলামেলা
কম জিনিসের দায়
দেখাশোনা নয় জ্বালা।


কম, তাই মনে থাকে
কাজেও লাগাই সব
আনন্দ ছুটে আসে
এসে দেয় অনুভব।


খোলা ঘরে খোলা মন
এলোমেলো কিছু নেই
অল্পতে পরিপাটি
সব যেন ছবি তাই।


ঘর খালি, ভরা মন
অনন্ত ভাবনায়
সৃষ্টি যা করি আমি
নেই তো পরীক্ষায়।


যত কম, তত খুশী
সুখ আরো বেশী পাই
মনটা খুশীতে রাখি
দিন আনি দিন খাই।


সুবীর সেনগুপ্ত