দিন আর কাজ
।।সুবীর সেনগুপ্ত।।


কখন কোথায়, শুরু হবে দিন
আছে তার পশ্চাৎপট
রাত্রি যেখানে কাটল, সেখানে
এতেই তো হবে সহমত।


যেখানেই শুরু, হয়ে যাক দিন
পর হয়ে যাবে সময়ে
ঘটনা প্রবাহ, এক হবে না তো
সময়ের বিনিময়ে।


স্থান কাল আর পাত্র ছিলই
থেকে যাবে জীবনে
এ সবের কিছু, প্রভাব পড়েই
ঘটনা প্রবাহ চলনে।


এর থেকে বেশী, ভাবনায় আছে
তাই এ বিষয় ধরেছি
কোন কোন কাজ, ধরে দিন যাবে
সেটাই বলতে চলেছি।


তোমার আমার, কাজ এক নয়
দিনের হিসেব করলে
আমার তোমার, কাজ এক হয়
বছরে হিসেব ধরলে।


একটু গভীর, ভাবনায় গেলে
সব হয় অতি সরল
প্রায় একই কাজে, ব্যস্ত সবাই
শুধুই দিন বদল।


পেশাগত কাজ, হবেই ভিন্ন
বাকী সব এক ধারা
যেখানেই শুরু, হয়ে যাক দিন
কাজ হয়ে যাবে সারা।


দিন শুরু হবে, দিন শেষ হবে
থামবে না কখনো
যে স্থানেই শুরু, সে স্থানেই শেষ
ভাবা অযথাই, জেনো।