//দিন ছিল, আছে ও থাকবে//


যায়নি হারিয়ে, মুছেও যায়নি
দিনগুলো গ্যাছে অতীতের ঘরে
কেউ যদি চায় হারিয়েই যাক
সে তো ভুলে গিয়ে হারাতেই পারে।


কী ভাবে যে দিন ভুলে যাওয়া যায়!
এ তো নয় কোনো নাম ভুলে যাওয়া
নাম নেই, নেই একটি চেহারা
নিরাকারে দিন করে আসা যাওয়া।


দিনের অপেক্ষাতে কেউ নেই
সকলেই জানে দিন আসবেই
নিরাশ হয়না মানুষ কখনো
নিরাশ হওয়ার প্রশ্নই নেই।


দিন এসে যায় ঊষার সাথেই
ঊষা চলে যায়, দিন থেকে যায়
নিশীথের মাঝে তার অপেক্ষা
ছাড়েও নিশীথ ঊষা আসলেই।


দিন দুই ভাগে হয়ে বিভক্ত
আলো ও কালোর খেলায় মত্ত
এই খেলা দিন খেলেই যাচ্ছে
প্রমাণ হয়েছে এ কথা সত্য।


মোটামুটি বারো ঘন্টার আলো
বিপরীতে বারো ঘন্টার কালো
এই যে তথ্য খুব সাধারণ
এই তথ্যকে কে জানেনা, বলো!


প্রাণ বেঁচে আছে নিয়ে বহু সাথী
বন ও পাহাড় ঝিল নদ নদী
আরও কতকিছু আছে সাথী হয়ে
দিনের মতন বিশ্বস্ত কোন সাথী!


ভীষণ আপন ভাবতেই পারি
হয়না দিনের সাথে ছাড়াছাড়ি
আটটি প্রহর আবর্তনশীল
প্রকৃত বন্ধু, কেন হবে অরি!


সুবীর সেনগুপ্ত