দিনটা তোমার
দিনটা আমার...
দিন সকলের
দিনটা জানার...
সবার পাতেই
দিন এসে যায়...
সমান সমান
সকলেই পায়।


দিনটা বধির
তাই থাকে চুপ...
দেখতে পায়না
দেখায় তো রূপ...
দিনটা গড়ায়
দিনের মতন...
না পেলেও দিন
কোনই যতন।


দিনটাকে চাই
আমরা সবাই...
আর প্রতিদিন
দিনটাকে পাই...
দিন এসে যায়
দিন চলে যায়...
না গেলে কি আর
নতুনকে পাই!


দিনের গড়ন
নানান ধরন...
সকাল গেলেই
দুপুর স্মরণ...
কঠিন রোদের
কমলে প্রকোপ...
বিকেল বেলার
হয় আগমন।


দিন আসবেই
সময় হলেই...
দিনের আলোয়
কাজ ছুটবেই...
দিন চলে যাবে
ভরে দিয়ে শ্রম...
চাইবে শরীর
বিছানা নরম।


দিন না থাকলে
থাকবে না প্রাণ...
পারবে নিশীথ
ভরতে সে স্থান!
দিনটা দিনই
বিকল্প নাই...
নিশীথ নিশীথে
হোক অম্লান।


অধিকারে দিন
কার অধিকার!
তোমার আমার
প্রাণ হলেই, তার...
দিন মানে প্রাণ
বিধির বিধান...
দিন ভালবেসে
জেগে ওঠে তান।