দিনের আলো ঢাকলো যখন রাত
গুঞ্জিত হল শঙ্খের ধ্বনি
বললে সুপ্রভাত|
হারিয়ে গেল তারাদের মিটিমিটি
আকাশ পানে তাকিয়ে থাকার
হয়েও গেল ছুটি|
দিনের আলো আনলো ধরে তাপ
গরম হয়ে উঠল হাওয়া
এই কি অভিশাপ!
তিনটি বেলা থাকলো দিনের আলো
তোমার আমার কাজগুলো সব
এগিয়ে গিয়ে থামলো|
দিনের আলো ঢেকেও দিলো ভীতি
নিঃশঙ্কায় ভরল সরনী
জাগলো সুর সম্প্রীতি|
দিনের আলো এলেই নেই আবছায়া
সব যে স্বচ্ছ জলের মতন
খুঁজব কোথায় কায়া|
দিনের আলোয় সকলেই সচেতন
ভাবনা ধরেই করে ছোটাছুটি
দৃষ্টি আর শ্রবণ|
নিনাদ চাপা পড়ল দিনের আলোয়
কালো যে নেই ভাঙবে কি আর
শব্দে ভরা আলয়|
দিনের আলো বিদায় নেওয়ার আগে
ঢাকনা খুলে দিল রাতের
সময় রাতের ভাগে|