//দরদামে কেন আসে কটাক্ষ!//


দরদাম করে, কিছু তো বাঁচাতে পারি
নাও যদি বাঁচে, স্বান্তনা নিয়ে সারি।


জনসংখ্যার অধিকাংশই গরীব মধ্যবিত্ত
দরদাম করে, জাগিয়ে রেখেছে
তাঁরাই তাঁদের চিত্ত।


ধনীরা চায় না, দরদাম করে কিনতে
তারা ভাবে, দরদামে মান বিপরীতে।


জিনিস কিনব, প্রানগত অধিকার
এই অধিকারে, নেই যে বাছ বিচার।


কেনার সাথেই, দরাদরি হয় যুক্ত
বলা যায় নাকি, এই কাজ অতিরিক্ত!


দরদাম যদি, নাই করি এই জীবনে
কি করে খুঁজব, জীবনের এক মানে!


বিক্রী যা হয়, হয় না ধার্য মূল্যে
দরাদরি করে, আনার চেষ্টা তুল্যে।


খুঁজেও পাই না, এই কাজে অন্যায়
তাও ছুটে আসে, কটাক্ষ আঙিনায়।


নুন্য পক্ষে, দাম কত হবে, থাকে লেখা
সে তো শুধু প্যাকেটের দৃশ্যেই যায় দেখা।


কাঁচা জিনিসের দাম যে অভিভাবকহীন
যার যা ইচ্ছে, নিচ্ছেও দাম কারণহীন।


দর না জেনে কি, কিছু কেনা সমুচিত!
বেশী দাম দিয়ে, কেন মিছিমিছি হব চিৎ!


যা আছে ধন তা, কষ্টার্জিত উপার্জন
সামলাতে হবে, খুব বুঝে শুনে সেই ধন।


লজ্জা কেন যে হবে দরদামে, বলো তো!
যে কেনে, সে তার টাকা দিয়ে কেনে, তাই তো!


দরদাম করে, তৃপ্তি যে আসে ভাইরে
সেই তৃপ্তির, তুলনা কি খোঁজা যায়রে!


যে যাই ভাবুক, দরদাম আমি করবই
আমার জীবন, স্বীয় ইচ্ছাতে রাখবই।


সুবীর সেনগুপ্ত