//দর্শন ভালবেসে, মন সদা উল্লাসে//


মিলে গেলে সুর তাল
সংগীত পায় ঢাল।
দুটি প্রাণে সদ্ভাব
সাথীর নেই অভাব।
গড়িয়ে গেলেই চাকা
অগ্রগতিও পাকা।
মিশে গেলে দুই মন
এক হতে চায় মন।
পাতলেই দুটি হাত
এ তো চাওয়া নির্ঘাত।
যদি বুজে যায় চোখ
আসে নীদ্রার যোগ।
হাঁটি যদি খাঁটি কাজ
পায়ে চটি নেই লাজ।
ক্ষিধে পেলে খাই কিছু
শংকা করেনা পিছু।
আনন্দ ধরলেই
নাচানাচি চলবেই।
বললেই কানে কানে
সন্দেহ আসে মনে।
করুণায় ভরা চোখ
অভাবে আছে সে লোক।
পাঁচ কান ঘুরলেই
কথা মানে হারাবেই।
লাগালেই কাজে মন
গতি ছোটে বনবন।
কাজ কিছু করলেই
দিন ঠিক চলবেই।
শুনলেই কোনো গান
মনে ধরে সুর-তান।
ঝগড়াঝাঁটিতে গেলে
সময় বিরোধী দলে।
খুশীতে রাখলে মন
মনে নেই আলোড়ন।
ভালবেসে ফেললেই
কালো দূরে সরবেই।
ধৈর্য না হারালেই
সফলতা আসবেই।
দূরে রেখে তুলনা
হতে হবে না তো কানা।
দর্শন ভালবেসে
মন সদা উল্লাসে।


সুবীর সেনগুপ্ত