//দশ দিক আছে, থাক দশ দিক//


'কিছু ঠিক নয়, সব কিছু ভুল'
এই কথা লিখে ছিড়ঁছি না চুল
যুক্তি চাও তো দিয়ে দিতে পারি
শোনার পরে কি ছিঁড়বেই দাঁড়ি!


যুক্তি তর্ক যত চাও পাবে
মনোযোগ দিয়ে শুনতেও হবে
যাহা কিছু করি, বলো কেন করি!
সবাই কি সব একই কাজ করি!


সবাই যখন একই করিনা
কার করা ঠিক, কেন যে ভাবিনা!
একে ওপরের কাজ ভুল বলি
বিশিষ্ট মন বিশিষ্ট ভাবনা|


দৈনন্দিন কাজগুলো আছে
সেগুলো বাঁচায় অবশ্যম্ভাবী
এইগুলো আমি ধরছি না কাজ
এই কাজগুলো প্রাণ করে দাবী|


আমরা সকলে প্রায়ই বলে থাকি
আগে নেওয়া নির্ণয় ছিল ভুল
আসলে কি তাই! এটাই ভাবার
নিশ্চিত সেটা ছিল নির্ভুল|


আজকে যা ভাবি, একদম ঠিক
কাল সে ভাবনা ঠিক বিপরীত
আজ আর কাল, কোনটাকে নেব!
ভুল নাকি ঠিক, কীসে হবে হিত!

জীবন পাওয়াটা, ভুল নাকি ঠিক!
ঠিক বা বেঠিক, কে করবে ত্যয়!
জানিনা যখন কোনো প্রক্রিয়া
ভুল ঠিক সব এক হয়ে রয়|


যুক্তি দেখিয়ে ভুল হলো ঠিক
উল্টোটাও তো আছে ভুরি ভুরি
ঠিক আর ভুল, এ তো প্রহেলিকা  
কোথা থেকে করি, সব 'ঠিক' চুরি!


ভুল এবং ঠিক, মনের ব্যাপার
মন বললেই, ভেবে নিইভুল
কিন্তু মন যে বদলেও যায়
দেখতেই হয় সর্ষের ফুল|


ছিড়ঁতে চাই না কখনোই চুল
মানতে চাই না ভুল কিবা ঠিক
দেখব শুধুই লাভ হলো নাকি
দশ দিক আছে, থাক দশ দিক|


সুবীর সেনগুপ্ত