একটি জীবনে, একটাই মন
নিজস্ব এক ভাবনায়
যেই পাশে এলো আর এক মন
দুটি মানে দুই কামনায়।


দুই মন, হয়ে থাকবেও দুই
এক হতে চায়, হয় না
তবে দুই মন, থাকে পাশাপাশি
দূরে যাওয়া হয়ে ওঠে না।


এক সাথে বাস, একই আহার
এক ব্যাখ্যায় থাকেনা
তাই কি পারেনা, এক হয়ে যেতে!
এটা কি বিড়ম্বনা!


নীলাকাশ দেখে, এক মন ভাবে
শুধুই তো একঘেঁয়েমি
আরেকটি মনে, আসে বিশালতা
হয় তার অনুগামী।


ভাবনা আলাদা, কাজও পৃথক
তাও দুই মন ধরে হাত
আপোষের পর আপোষ করেই
দুই মনে জমা হয় রাত।


অন্যথা, তাও হয়ে যায় কভু
সেটা কচ্চিত দেখা যায়
ভুরি ভুরি আছে, কবিতা গল্পে
ব্যবসাজনিত সিনেমায়।


এক হতে চায়, সব দুই মন
এই তো সত্য সমাজে
তাই হয়ে গেলে, আসত সমতা
সব ভাবে আর কাজে।


কিন্তু শিখেছে, বিপরীত মন
সন্ধি করার আঁটঘাট
বন্দী করেছে, একে অপরকে
মাথার উপরে এক ছাদ।


একজন নারী, একজন নর
এই নিয়ে এক সংসার
দুই মন তাতে করে মাতামাতি
লেন-দেন করে চিন্তার।


সুবীর সেনগুপ্ত