//দুঃখকে ভোগ করা শিখতেই হবে//


দুঃখকে আমি ঢেকেই রেখেছি
একটা চাদর দিয়ে
চাদর পাতলা, তাই তো দুঃখ
উঁকি মারে ফাঁক দিয়ে।


মোটা চাদরের নীচে রাখলেই
হয়ত বা পাব মুক্তি
তাও করে ফেলি, দুঃখ যায় না
এই কাজে নেই যুক্তি।


সরাব কি করে তবে দুঃখকে
কী তার প্রধান মন্ত্র!
যদি সরে যায়, থাকবে কোথায়!
এ কেমন ষড়যন্ত্র!


সুখ খুব ভালো, সবাই মেনেছি
দুখ কেন থাকে সঙ্গে!
একসাথে এই দুটো থাকলেই
বাধা এসে যায় রঙ্গে।


নতুন একটা পন্থা নিলাম
সুখ দিয়ে দুখ ঢেকে
এটা করে আমি বেশ বুঝলাম
ঢেকেই পড়েছি বিপাকে।


মজা করে আমি সুখ ঢাকলাম
দুখ দিয়ে একদিন
সুখ পারল না উঠে আসতেই
সুখ বলহীন ক্ষীণ।


দুখ আসলেই, সাথে নিতে হবে
করতেও হবে ভোগ
এই ভোগ যদি ভালবেসে হয়
থাকবে না অভিযোগ।


সুখ স্বপ্নের, দুখ রত্নের
এই ভাবনা কি অন্যায়!
আর যদি ভাবি ঠিক উল্টোটা
ভাবতেই পারি, নেই দায়।


সুবীর সেনগুপ্ত