//দূর কাছে এলে, দেবো না তো ঠেলে//


দূর কতদিন থাকবে যে দূরে!
ভবিষ্যতই বলতে তা পারে
কি করে যে পাব ভবিষ্যৎকে!
আজই জানলাম, আসবে কালকে।


'কাল' এসে গেল, হলাম নিরাশ
জানলাম সে তো 'কাল' নয় 'আজ'
দূরের ঠিকানা জানে ভবিষ্যৎ
পাওয়া যে কঠিন, জানি আলবত।


ভবিষ্যৎকে যায় না তো পাওয়া
জানাও যায়না দূরে কোন হাওয়া
অজানা হলেও, এসেও তো যায়
কাছে আসলেই, নিকটও হয়।


যা যা দূর, দূরে রাখলেই ভালো
দূর থেকে দিক অজানার আলো
যদি দূর কাছে আসতেই চায়
আসলে আসুক, এত ভয় কীসে!


আমার জন্য যা কিছুই দূর
দূরের জন্য আমিও তো দূর
আমি তো আমার পাশেরই সাথী
দূরের যে পাশ, তার সমব্যথী।


দূর আর আমি দুই জায়গায়
দুজনে নিচ্ছি শ্বাসও হাওয়ায়
দূর দূরে থাক, ভাববই না তো
কাছে পেয়ে গেলে, জড়াবো নিয়ত।


সুবীর সেনগুপ্ত