//দূরের সাথী//


অনেক মনের সাথ কি চেয়েছি!
একটা পেলেই যথেষ্ট হয়
তাও নেই ভাগ্যে, এই তো জীবন
মিলনের আশা দূরের পাতায়।


একটি মনেই সবার জীবন
একলা যে মন, তাই খোঁজে সাথী
সব্বাই খোঁজে যে যাঁর মতন
পেলেও কিন্তু হয় না যে খাঁটি।


খেলার সময় যে যে সাথে থাকে
খেলার সাথী তাঁরাই তো হয়
তেমনি ভাবেই পড়ার সাথী
স্কুলের সাথী সহজেই হয়।


সাথীর অভাব ইচ্ছাতে নেই
একটা তো চাই নিদেন পক্ষে
গ্রহণযোগ্য হলেই হলো
পেলেই, ধরে রাখব বক্ষে।


এমন সাথীর খোঁজ কি করি!
যার পরিচয় যেমন তেমন
যেমন তেমন চলবে না যে
বরং কাটুক একলা জীবন।


চাইছি তেমন একটি সাথী
থাকবে সাথে দুঃখ বেলায়
সবাইকে পাই সুখের সময়
দুঃখ এলেই পালিয়ে যায়।


সাথ দিলেই কি সাথী হয়ে যায়!
সাথ না দিলেও সাথী হওয়া যায়
মন মিললেই হওয়া যায় সাথী
থাকলেও দূরে নিসর্গতায়।


এমন সাথীর খোঁজ আছে নাকি!
আমি তো পাই না এপাশে ওপাশে
হয়ত বা আছে লুকিয়ে কোথাও
তাই যেন হয়, থাকি বিশ্বাসে।


সুবীর সেনগুপ্ত