দুরন্ত ঘূর্ণির ঘূর্ণনে আটকেছি
চাপ খেয়ে খেয়ে বিধ্বস্ত
বিপদের সংকেত, বেজেই চলেছে কানে
শুনে শুনে হয় জর্জরিত।


হাওয়াহীন ঘূর্ণির রূপ রোজ বদলায়
আজ কাল পরশু তো ভিন্ন
ঘূর্ণন থামতেই, উপায় খুঁজতে থাকি
উপায় যা পাই, হয় চূর্ণ।


ঘূর্ণন কেড়ে নেয়, নীদ্রার বহু পল
একদিন নয়, প্রতিদিন
তৈরী হয় না কোনো, স্থির এক নামচা
জীবন হয় না রঙ্গীন।


আমি আছি ঘূর্ণনে, আছে নাকি সকলেই!
জবাবটা জানা দুঃসাধ্য
সকলের মুখে চাই, চোখেও তো চোখ রাখি
মনে হয় সকলেই বাধ্য।


সংসার ঘূর্ণির, ঘূর্ণনে সকলেই
সকলে যে আছে সংসারে
চাপ খেতে খেতে আমি, বুঝতেও পেরেছি
এসে জীবনের শেষ স্তরে।