//দুষ্টুমি//


দুষ্টুমি করে শাস্তি হবে না
দুষ্টু খোকারা শাস্তি ভাবে না
তারা যাই করে, ভাবে সব ঠিক
দুষ্টুমি মানে, তাই তো জানে না।


ছোট বয়সের দুষ্টুমিগুলো
যারা করে যায়, তারা সব ভুলো
এই সব নিয়ে মামলা হয় না
বকা ঝকা দিয়ে সারলেই, ভালো।


দুষ্টুমি মন সকলের আছে
সেই মন নাচালে, তালে তালে নাচে
পরিণত হয়ে অনেকে চায় না
সেই মনটাকে রাখতেই কাছে।


দুষ্টুমি করা শিশুদের সাজে
সেই দুষ্টুমি সকলেই বোঝে
বেরসিক যাঁরা, তাঁরা গম্ভীর
তাঁরাই গভীর অর্থকে খোঁজে।


রঙ্গ তামাশা করাই তো যায়
সেগুলোও যায় ঠাট্টার ঘরে
বুঝতেই হবে কার সাথে করা
না বুঝে করলে, শত্রুতা বাড়ে।


হাসি ফাজলামি নিয়েই জীবন
এগুলোই হলো দুষ্ট ক্ষণ
নীরস না হয়ে সরস হলেই
যে যেমন, তাতে খুশী আমরণ।


বয়স বাড়লে, আর কথা নেই
দুষ্টুমি করা ছাড়তে হবেই
ধরে রাখা যায়, তাতে দোষ নেই
কী ভাবে যে ধরা, জানতে হবেই।


সুবীর সেনগুপ্ত