আসতে বললে, ঠিকানা দিলে না
আমার ঠিকানা, তাও তো নিলে না
এই দেখা তাই, শেষ দেখা হলো
দুটো ইচ্ছার, মিলন হলো না|


গন্তব্যের, ধারণা ছিল না
খুঁজব যে তার, প্রেরণা ছিল না
ভাবতে ভাবতে, দিন চলে গেছে
অল্প স্মৃতিতে, গল্প হলো না|


সময়ে জীবন, থামতে পারে না
জীবনে সময়, জমতে পারে না
সেই জন্যই, অতীত হারায়
সন্তোষ ঘিরে, জীবন চলে না|


অদ্ভুদ পৃথিবীটা, বলছি না
পৃথিবীর কিছু, জানা ও অজানা
যা যা অদ্ভুদ, আমরাই গড়ি
কোনো সন্দেহ, এতে করছি না|


নির্দিষ্টের, মাপ যে বুঝি না
নিশ্চিত করে, বলাও যায় না
কিছু থেকে যায়, মনের মধ্যে
যেটার প্রকাশ, কখনো হয় না|


পাওয়ার হিসেব, করতে জানিনা
না পাওয়ার কোনো, হিসেব পাই না
সংশয় শুধু, গড়ে তোলে ভয়
ধরা দিতে চায়, ধরতে পারি না|


আসতে বললে, শুনেই গেলাম
ঠিকানা চাইতে, দ্বিধা করলাম
ভাবলাম বেশী, বললাম কম
ভুলেই জীবন, কাটিয়ে দিলাম