তুমি ভাবনার হয়েছে কেন্দ্র বিন্দু
কোনো বাধা নেই এই ভাবনাতে
শুধু আনন্দ সিন্ধু|
তোমাকে যে পাবো, এ আশায় নেই স্বপ্ন
ভালোলাগাকেই পুঁজি করে আমি
ভাবনাতে আজ মগ্ন|
দেখেছি তোমাকে, তুমিও হয়ত দেখেছো
কথা যে বলিনি, সে তো নিশ্চিত
এ তো সাধারণ, তুচ্ছ|
তুমি ভাবনায়, এ কথা কি তুমি জানবে!
তুমি জানবে না, জানতে পারো না
কিন্তু আমাকে ভাবাবে|
তোমাকে পাওয়ার অদম ইচ্ছে নেই
নাই বা থাকলে চোখের সামনে
তৃপ্তি তো পাই ভাবাতেই|
জীবন কিছুটা কেটেছে, আগে কাটবে
তোমার মুখটা পড়লেই মনে
মনটা নড়বে চড়বে|
একে ভালবাসা যায় না যে বলা, জানি
এ যে প্রেম নয়, তাও তো সত্যি
শুধু পাগলামি, মানি|
প্রবেশ করেছ তুমি মম অন্তরে
প্রস্থান আর হবে না তোমার
থাকবে চেতনা ধরে
সংশয় থেকে আমি যে মুক্তি পেয়েছি
তুমি জানলে না আমার ধারণা
তোমাকে কিন্তু পেয়েছি|
স্পর্শ না করে এ আমার ভালবাসা
কথাও বলিনি, তাও দুখ নেই
এ যে মনে ভালবাসা|