//এ কী কভু হয় নাকি, চাওয়া চাওয়ি থাকে বাকী!//


'তোমাকে চাই না আমি'
শুধু মুখে বললে কী সত্যি!
আমার চাওয়া না-চাওয়া
তা তো নয় মিথ্যে একরত্তি|


সবার চাওয়া না-চাওয়া
সবারই একান্ত মিজের  
সত্য বা মিথ্যে এতে নেই
এই অঙ্গীকার অধিকারের|


চাওয়া নিয়ে খাওয়া খাওয়ি
যে করবে, সে কি দায়ী!
ছাই-পাশ কী যে ভাবি!
চাওয়া চাওয়ি নয় স্থায়ী|


চাওয়া চাওয়ি অব্যর্থ কর্ম
বলব না যদিও তা ধর্ম
কে চায়নি বলো দেখি ভূবনে!
চাওয়া যে কখনো নয় কূকর্ম|


চাওয়া চাওয়ি একবার
চাওয়া চাওয়ি বারবার
এতে যে বারণ নেই
তাই তো এই কারবার|


এ কী কভু হয় নাকি
চাওয়া চাওয়ি থাকে বাকী!
জীবনের এই অধ্যায়
দেওয়া যায় না তো ফাঁকি|


সুবীর সেনগুপ্ত