আঁকতে পারি এঁকেছিলাম
রেখায় রেখায় ভরেছিলাম
শুভ্র পাতার ঝলমলে এক বুক
আঁকার শেষে পেয়েছিলাম
শুভ্র পাতায় তোমারি নাম
এ কি! এ তো তোমারই ওই মুখ|


ইচ্ছা করে আঁকিনি তো
তোমার মুখটা ভাবিনি তো
কেমন করে এলে তুমি পাতায়!
অবচেতন করেছে কাজ
তারই ফসল করছে বিরাজ
তাকিয়ে আছো তুমি নীরবতায়|


একটিবারই দেখেছিলাম
মনের মধ্যে বসিয়েছিলাম
সেটাই প্রথম, সেটাই ছিল শেষ
দৃষ্টি থেকে হারিয়েছিলে
কোন ঠিকানা পেয়েছিলে!
ভাবি, সেথায় আছো কি বিশেষ!


আবার পরে আঁকতে গিয়ে
তোমার মুখটা এলো ধেয়ে
থামলো তুলি, আঁকাও হলো বন্ধ
আর আঁকিনি, হয়েছে দুখ
ভুলতে চাই যে তোমারি মুখ
ভুলতে পারলে গড়ব নতুন ছন্দ|


এ কি! এ তো তোমারই ওই মুখ|