আনতে চাইনি,তবু আসো মনে
আসো না তো শুধু তীব্র তপনে...
গভীর নিশীথে, ঘুমহীন চোখে
জমাট কালোতে, ভাসো সম্মুখে...
সরাসরি দেখা তোমার মেলে না
কত দূরে আছ, তাও তো অজানা...
তুমি আছ, ব্যস এইটুকু জানি
জানি বলেই তো, ঢাকো মনখানি...
এই জানা থেকে দূরে যেতে চাই
পারবো কি যেতে! প্রশ্ন সেটাই...
এই প্রশ্নেরও জবাব তো জানি
তুমি থেকে যাবে, ধরে মনখানি...
পাশে আসবে না এ শুধু কল্প
খুঁজতে চাই না এর বিকল্প...
পারবে না তুমি, কেড়ে নিতে আশা
আশাই বেঁধেছে এই মনে বাসা...
তাই তো হয় না এ মন অসার
আশা ফুটে ফুটে ভরেছে আধার...
এই ধারাতেই চলছে জীবন
চলবেও তাই, এ নয় স্বপন।