//এ তো স্বাভাবিক স্বপ্ন ভাবাবে//


আমার স্বপ্ন আমাকে ভাবাবে
তোমার স্বপ্ন তোমাকে
তোমার আমার জীবন দুলবে
থামানো যাবে না দোলাকে।


আমার স্বপ্ন শুধু আমি জানি
এতে নেই কারো অধিকার
জানবে না কেউ তোমার স্বপ্ন
কেউ তুলবে না তার ভার।


তুমি আর আমি দুজনেই চাই
আসুক স্বপ্ন জীবনে
সব স্বপ্নই হোক রঙে ভরা
এই আশাই থাকে মননে।


রঙ তুমি চাও, রঙ আমি চাই
থাকেই কি রঙ স্বপ্নে!
সে তো তুমি জানো, আমিও তো জানি
থাকে নিজ নিজ স্মরণে।


অনেক স্বপ্ন রঙ্গীন হয় না
কিছু হয় কালো সাদা
জীবন দোলাতে তাই এসে যায়
সময়ে সময়ে বাধা।


জীবন দোলাতে স্বপ্নের স্থান
ঠিক যে কতটা, বুঝিনা
তুমিও কি এই ধারনাতে আছো
নাকি স্বপ্নেই সাধনা!


এ তো স্বাভাবিক, স্বপ্ন ভাবাবে
পরে ভাবনাও হারাবে
কারণ, জীবনে দোলার ভাবনা
স্বপ্ন ছাড়িয়ে যাবে।


সুবীর সেনগুপ্ত