সেদিনের কথা মনে করে কেন
শুধুই দুঃখ টানছ
সেদিনের কথা থাক সেদিনেই
আজকের দিনে তুচ্ছ|


সেদিন বয়স ঊনিশের ঘরে
ভরা ছিল কল্পনা
আজ ঊনষাটে থাকতে পারে কি
সেই কল্পনা, বলো না!


টগবগ মন ছুটেছে সেদিন
প্রেম তার সাথে ছুটেছে
বাধা বিপত্তি কোথায় তখন
প্রকৃতিও হার মেনেছে|


কি সরল ছিল সেদিনের মন
আজকে জটিল ভাবনা
সরিয়ে দিয়েছ সেই সরলতা
বদলে দিয়েছ ধারণা|


এত স্বাধীনতা আছে এ মনের
ভাবলে লাগে অবাক
এই স্বাধীনতা নিয়েই মানুষ
কাটছে জীবনে দাগ|


দাগ দিয়ে ভাগ হচ্ছে জীবন
দশকে দশকে, নয় কি!
সেদিন এবং আজকের দিন
ভাগ এর অংশ, তাই কি!


সেদিন এদিন পরে আরও দিন
এ সব তো নয় ধারণা
দিনের ঘটনা থাকবেই দিনে
তার থেকেই তো প্রেরণা|


সেদিনের রেশ টানাই তো যায়
পরের দিনের পাতে
টানলেও হয় ফিকে ধীরে ধীরে
কিন্তু থাকে যে মনেতে|


সেদিনের কথা মনে করে যদি
নিতে পারো খুব আনন্দ
তবেই তো লাভ স্মৃতিচারণের
মনে থাকবে না দ্বন্দ|


সেই এক মন যা ছিল সেদিন
আজও বিরাজমান
করলেই হলো মনটাকে বশ
বদলে যাবেনা তান|


এদিন, সেদিন, আরো-আরো-দিন