//এই জীবনের তুমি আয়োজন//


আমার ছিল না আলো এক সুতো
তব আলো মেখে, আমি অভিভূত
আলোর অন্বেষণে এসে গেছে ইতি...
আলো দিয়ে এই শরীর জড়ানো
চারিদিকে আলো ছড়ানো ছিঁটানো
হারিয়ে গিয়েছে আঁধারের সব ভীতি।


যে আলোতে আমি ডুবতে পেরেছি
দেয়নি তপন, জানতে পেরেছি
তুমি আলো হয়ে, প্রবেশ করেছ জীবনে...
তপনের আলো, আছে প্রয়োজন
পাই সহজেই, নেই আয়োজন
তুমি আয়োজন, এই জীবনটা ধারণে।


তুমি নির্মল, আলো নির্মল
ফুটিয়ে তুলেছ, শত শতদল
জীবন যে কত সুন্দর, তাই বুঝেছি...
কামনা বাসনা, সব কিছু তুমি
উপলব্ধিতে নেই রণভূমি
স্থির বিশ্বাসে, খেয়ালী মনকে ভুলেছি।


অস্তিত্বের মান নিয়ে খেলা
স্থিতি অস্থায়িত্ব চেতনায় মেলা
সব কিছু থেকে পেয়ে গেছি আমি মুক্তি...
তব আলোতেই আমার জীবন
এই আলোতেই আমার স্বপন
শুনতে চাই না, আর আমি কোনো যুক্তি।


সুবীর সেনগুপ্ত