মনে থাকা ছবি
এঁকে যায় কবি|
সময় গড়ায়
নেই সংশয়|
এক ছবি শেষ
আর এক নিবেশ|
এই খেলা চলে
সব বেলা দলে|
দিন চলে যায়
কবি লিখে যায়|
একটাই খেলা
তারই মাঝে গেলা|
শুধু পাতা ভরে
মন ঝরঝরে|
কাগজ কলম
ভাবনা রকম|
কবিতার ধারা
গড়েও ইশারা|
এই ভাবে চলে
লেখা কথা বলে|
কবির জীবন
শুধুই তো মন|
কাগজের স্তূপ
অদ্ভুদ রূপ|
চারিদিকে ঢিপি
মাঝখানে কবি|
কবি বুড়ো হবে
গতি কমে যাবে|
কমবে না ভাব
সেটাই স্বভাব|
জোর নেই হাতে
ছবিও মনেতে|
জমবে না আর
কাগজের ভার|
জীবনের শেষ
এই কি বিশেষ!


এই কি বিশেষ!!!