যে পথের আছে অন্ত, সে পথ
ধরেই চলেছি সকলে
দৃশ্য হয় না সে পথ কখনো
সে পথ ভীড়ের কবলে|


সৃষ্টি করেছি আমরা যে পথ
তাও তো নয় অনন্ত
যদিও সে পথ হয় দৃশ্যত
স্পর্শ করে দিগন্ত|


অদৃশ্য পথ ধরে কেন চলি!
এর নেই কোনো উত্তর
কোন বিধাতার গড়া এই পথ!
কৌতূহলেই অন্তর|


এক পথ ধরে সকলের চলা
এ নয় কি এক ভাবনা!
তা কেন হবেই, গন্তব্য যে এক
পথটাই শুধু অজানা|


চেতনাকে ধরে যে পথে চলেছি
সে তো অস্থায়ী এক পথ
যেই পথ ধরে চলছে এ প্রাণ
নিশ্চিত সেটা স্থায়ী পথ|


আমাদের মন অস্থায়ী পথে
লাভের খেলায় মত্ত
এই কি নিয়তি সব মানুষের!
জীবন কি শুধু বিত্ত!


আমি চলি পথে, তুমি চলো পথে
চলে, আবালবৃদ্ধবনিতা  
সব জানা পথ, একটা অজানা
সেটাতে লক্ষ্য গাঁথা|