//এই মন অমূল্য ধন//


থাকবে কেমন তুমি! দেখবে কী হচ্ছে না হচ্ছে
মনটা কেমন, তার উপরেই নির্ভর করছে।


যা হচ্ছে দেখবে, তাতে মন আসছে কোথায়!
দেখে যদি ভাবো তবে প্রয়োজন আছে মনটায়।


যা শুনছ সেখানেও লাগে মন, যদি ভাবো তবে
শুনে মনে না রাখলে, মনের কি প্রয়োজন হবে!


শোনা দেখা ছাড়াও কি চলছে সবার জীবন!
জীবন চালাতে গেলে, আছে প্রয়োজন এই মন।


প্রত্যেক মন হলো, অনুপম একটি অস্তিত্ব
মনকে রাখলে ভালো, হবেনা হৃদয় বিভক্ত।


কেমন থাকবে কেউ দিনের বিভিন্ন সময়ে
যেমন থাকবে কেউ, হবে এই মনটাকে জড়িয়ে।


এই মন থাকে যদি আমাদের নাগালের মধ্যে
সংকটে এই মন করবে যা কিছু আছে সাধ্যে।


বিপদ ও সমস্যা এসে যাবে প্রত্যেক জীবনে
আয়ত্তে থাকা মন লেগে যাবে তার সমাধানে।


না পাওয়ার দুঃখকে এই মন পরাজিত করে
জয়ের কী মাত্রা, না যাওয়াই ভালো তার ভিতরে।


মনকে নিয়ন্ত্রণে রাখাটাই নয় সব সমাধান
মনের নিয়ন্ত্রণে জীবনটা এলে এসে যাবে মান।


বাঁচা তো মনের নয়, এটা হলো জীবনের কাজ
মন তাই বেপরোয়া, কিছুতেই নেই তার লাজ।


মন আশা করে নাকি জীবনের মতো বেঁচে থাকা!
বাঁচার জন্য এই জীবন লড়তে থাকে একা।


ভাবতে হবেই হবে জীবনকে জীবনের জন্য
তখনই দেখতে হবে, মনটা হয় না যেন দৈন্য।


কেমন থাকবে তুমি, সেটা ঠিক করবেই মন
মন এই জীবনের সাথে থাকা অমূল্য ধন।


সুবীর সেনগুপ্ত