//এক আশা ধরে, এক ভালবাসা//


এক আশা ধরে, এক ভালবাসা
এক নর এক নারী
এক অভিশাপ, এক পরিতাপ
এক আক্ষেপ ভারী।


এক গান হলে, এক সুরে বাঁধা
এক পথ, এক গন্তব্য
এক নদী যাবে, একটি সাগরে
শুধু এক প্রাণ সভ্য।


এক কথা দিয়ে, আলোচনা শুরু
বেড়ে কথা হয় অনেক
যত বেশী হয়ে যাক না কথাই
আলোচনা থাকে এক।


এক গাছে, এক রকমের ফুল
এক ফুলে এক গন্ধ
এক শষ্যের, একটাই স্বাদ
পছন্দে আনন্দ।


এক দৃষ্টিতে, এক দিগন্ত
এক নিষ্টায় এক ফল
এক শিল্পীর, এক ক্যানভাসে
গড়ে এক ছবি নিশ্চল।


এক নিঃশ্বাসে এক বিশ্বাস
এক সত্যের সূচনা।
এক হাসি ধরে, এক সম্ভাষণ
পূর্ণতা পায় কামনা।


এক কবরীর শোভা এক ফুলে
আকর্ষণের লক্ষ্য
এক সমীক্ষা, এক ভাবনার
বিশ্লেষণের কক্ষ।


এক আরম্ভে, এক উপশম
একটাই থাকে মন্ত্র
এক অবসরে, এক অভিমান
বেশী হলে ষড়যন্ত্র।


এক অনামিকা, একটি আংটি
প্রকাশিত এক সন্দেশ
এক ভূবনের, শুধু এক প্রাণে
বুদ্ধির সমাবেশ।


সুবীর সেনগুপ্ত