'এক' ভালো, 'এক' আলো


এক রাধা
পেতে বাধা
দুই পেতে চায় মন...
এক গান
গেয়ে মান
বেড়ে যায় কারো ধন।


এক মাতা
এক পিতা
এক নয় কাকা কাকী...
এক ভাই
এক বোন
এ কী বলা যায় নাকি!


এক প্রাণ
এক মন
মিলে মিশে এক তন...
এক নর
এক নারী
হলে, তবে প্রজনন।


এক শালা
এক শালী
থাকবে কি, থাকবে না...
এক কনে
এক বর
বিয়ে তবে ষোলআনা।


এক দাদা
এক দাদী
তার বেশী কভু নয়...
এক নানা
এক নানী
নিয়ে খুশী হতে হয়।


এক পথ
সোজা পথ
কি করে তা হবে ভাই!
এক ঝুঁকি
এক জুয়া
লাভ ক্ষতি থাকবেই।


এক ডাক
এক সাড়া
সকলের চাওয়াতেই...
এক ধাম
এক নাম
এ নিয়ম সমাজেই।


এক দর
এক স্বর
সহজেই কেনাকাটি...
এক চাল
এক চুলো
নিয়ে মানুষের ঘাঁটি।


এক রেখা
এক লেখা
কাগজ কলমে মন...
এক বই
বহু বই
অবসরে সুখী ক্ষণ।


এক কথা
এক-বার
হলে, ভালো মনে হয়...
এক কথা
বহু বার
বলা প্রয়োজন নয়।


'এক' ভালো
'এক' আলো
'প্রথম' তো এক হয়...
এক দিয়ে
শুরু করে
জীবন এগিয়ে যায়।


সুবীর সেনগুপ্ত