এক শব্দের কবিতা কি হবে!
লিখলেই হলো একটা শব্দ|
যেমন ধরো, যদি লিখি 'অপহরণ'
শব্দটা পড়ে, ভাববে কত কিছুই;
'কে করেছে অপহরণ!'
'কার হয়েছে অপহরণ!'
'কোন জায়গায় হলো এটা!'
'দিনের আলোয়, নাকি রাত্রিতে!'
'রাত্রি হলে কি, গভীর রাত্রি!'
'নারী না পুরুষ!' 'বালক না বালিকা!'
'কি হবে কারণ অপরণের!'
এখানেই শেষ হবে নাকি জিজ্ঞাসা!
আসতে থাকবে হাজার প্রশ্ন
মিলিয়েও যাবে জবাব না পেয়ে
ততক্ষণে ভরে গেছে পাতা
লেখার উৎস একটি শব্দ
কবিতায় হয়ে গেল জব্দ|