//এক সংকেত, একটি জীবন//


গড়েছি এক বরণমালা
খুবই ছোট, তুই কি নিবি!
লজ্জা কেন! দিচ্ছি আমি
তুই যদি নিস, আর গড়ব না
আর এই কথা, কেউ জানবে না...
গোপন থাকবে, তোর ও আমার জীবন...
উন্মুক্ত হবে, পরষ্পরের কাছে মন।
এক দিয়ে শুরু হয় ভালবাসা
এক দিয়ে শেষ হবে প্রত্যাশা...
এক সংকেত, এক দর্পণ
এক এর মধ্যে মিশবে জীবন...
ভাবছিস নাকি 'এক তো ভীষণ কম'!
সময় গেলেই বুঝতে পারবি 'এক' কত পরাক্রম।


সুবীর সেনগুপ্ত