//এখন বলা, তখন বলা//


এখন বলা, তখন বলা
তফাৎ কিছু আছে
পরিস্থিতি বদলে গেলে
বেতাল কথা নাচে।


তোমার বলা, আমার বলা
অন্য সাজে ভিন্ন
কোথায় বলা, কেনই বলা
সব চিন্তার জন্য।


বাসায় বলা, বাইরে বলা
বিসাদৃশ্য হবে
দিনের বলা, রাতের বলা
আলোচনায় রবে।


মায়ের বলা, বাবার বলা
আলাদা দুই ভেলা
নিজের বলা পরের বলা
লুকোচুরির খেলা।


দুখীর বলা, সুখীর বলা
শুনলে বোঝা যায়
কালার বলা, অন্ধের বলা
অনুভূতির রায়।


লিখতে বলা, শিখতে বলা
গুরুজনের কর্ম
মারতে বলা, কাটতে বলা
অপরাধীর ধর্ম।


গুনতে বলা, মাপতে বলা
বিক্রেতারই জন্য
ঠেলতে বলা, টানতে বলা
ঠেলায় ভর্তী পণ্য।


শান্তিতে বলা, ক্রান্তিতে বলা
দুটোই যুক্ত অর্থে
বিশ্বাসে বলা, কুণ্ঠাতে বলা
কিচ্ছুই নেই শর্তে।


অজ্ঞের বলা, বিজ্ঞের বলা
পার্থক্যের লক্ষণ
ভদ্রের বলা, ধৃষ্টের বলা
অসমতুলিত ক্ষণ।


বলা বলা বলা, বলা নিয়ে চলা
বলা থেমে গেলে, যে কেউ অবলা
প্রয়োজন নেই অবলা হওয়ার
তাই থেকে যাবে, বলা বলা বলা।


সুবীর সেনগুপ্ত