না চেয়ে পেয়েছি, চাওয়ার থেকেও বেশী
অনেক পেয়েও, ভরেনি আমার পাত্র
এখনো বলে যে এ মন, পেয়েছি মাত্র।


না চেয়েও কিছু পেয়ে যায় সকলেই
কিছু চেয়ে পাওয়া, তাও ঘটে সকলের
ব্যতিক্রম কি হয় নাকি এই নিয়মের!


চেয়ে চেয়ে কেউ পেয়ে যায় বেশী বেশী
কেউ না চেয়েও, বেশী পেয়ে হয় ধন্য
যারা কম পায়, তাঁরাই তো রাগে বন্য।


কি ভাবে পেলাম, তা তো ভালো করে জানি
সৎ বা অসৎ উপায়ে, কিংবা না চেয়ে
উপায় দেয় না পাওয়ার আশাকে থামিয়ে।


যেখানেই চাওয়া, পাওয়া সেখানেই আসবে
পাওয়া হয়ে গেলে, হবে আরো আরো চাওয়া
চাওয়া আর পাওয়া, করছে জীবন ধাওয়া।


অভিজ্ঞতাই বুঝিয়ে দিয়েছে আমাকে
অকারণ চাওয়া যেন না থাকে এ জীবনে
চাওয়ার জিনিস, শুধু হোক জ্ঞান নয়নে।


চাই না তবুও, পাই আলো জল হাওয়া
সকলকে দেয় প্রকৃতি উজাড় করে
এমন পাওয়ায় চাওয়া গেছে বহু দূরে।


আমার অভিজ্ঞতার মূল্য আমারই
মাথা নত করে, মানি আমি এই কথা
যার যা ধারণা, তাতেই জীবন গাঁথা।


ইচ্ছে মতন চাইতেই পারি, নয় কি!
কোনো কিছু চাওয়া, নয় গর্হিত কাজ
তবে কোনো চাওয়া, পায় অশোভন সাজ।


সবচেয়ে ভালো পাওয়া কি নয় জীবন!
কেউ কি পেয়েছে জীবন, চেয়ে চেয়ে!
আরো চাওয়াতেই কেন যায় মন ধেয়ে!