//একই দলে দর্পণ-পরিবর্তন//


নিয়মিত দর্পণে দেখে দেখে মুখ
খুঁজেই পাই না আমি পরিবর্তন
একদিনে পরিবর্তন খুবই সামান্য
খুঁজে না পাওয়ার এটাই কারণ।


দর্পণ চাইই-চাই রোজ প্রতি রোজ
দেখতে হবেই-হবে নিজের চেহারা
এ এক দুর্বলতা প্রায় সকলের
দর্পণ জীবনের প্রচলিত ধারা।


শরীরের হতে হবে পরিবর্তন
যাচাই কী হয় নাকি এর সত্যতা!
রোজ কেন বুঝিনা এই পরিবর্তন!
বুঝে গেলে পাওয়া যেত এক বারতা।


সুখে ধরি দর্পণ নিজ সম্মুখে
দুঃখে কী বিরত এই কাজ থেকে!
বিষাদে আনন্দে সবেতেই দর্পণ
দর্পণ শুধুই যে দেখায় নিজেকে।


কার কী যে মতামত পরিবর্তনে!
কখনো হবেই না মতামত ভিন্ন
দর্পণে চেয়ে থাকি হাসিহাসি মুখ
সবাই কি চাই না আয়না থাকুক!


এক দলে নেই দর্পণ-পরিবর্তন
দর্পণ কিছু নয়, শুধু সহায়ক
তবুও বলব আছে এক যোগসূত্র
দর্পণ সুখ-দুঃখেরই বাহক।


সুবীর সেনগুপ্ত