একদা
সুবীর সেনগুপ্ত


'একদা' ছিল না আজ থাকবে না'
তা কি হয় নাকি! আমি তো জানিনা
একদা' ছিল কি না ছিল, তাতে কি!
একদা'কে নিয়ে, কেন যে বাহানা!


'একদা'কে ছেড়ে, আসতেই হবে
যেমন যেমন, সময় এগোবে
নতুন 'একদা', আজ এই ক্ষণে
সেই 'একদা'তে, ডুবে যেতে হবে|


'একদা' পাইনি, দু-বেলায় খেতে
আজ মাতব না, কেনই খাওয়াতে!
নতুন 'একদা', হয়ে যাক ভালো
সকলেই থাক, তারই আসাতে|


যে রাজার ছেলে, আজ সে ভিখারি
কেন সে ভিখারি! সেটা কার দোষে
আসলে তো দোষ, খোঁজাটাই ভুল
যাওয়া কি উচিত, অতীতের বশে!


'একদা' কথাটা, থাকে সাহিত্যে
'একদা' থাকে না, কারো অধিকারে
সকল জীবন, পেয়েছে 'একদা'
'একদা'র ব্যবহার ঘরে ঘরে|


অতীতের ঘরে, 'একদা'র বাসা
স্মৃতিও তো থাকে, অতীতের ঘরে
'একদা', অতীত নিয়ে ভাববই
হলেই একলা, কোনো অবসরে|


'একদা'কে নিয়ে কীসের বড়াই!
এমন অহংকার অকাজের
আড্ডায় বসে হাসবো বলবো
একদা ছিলাম রাজা রাজ্যের|