একটা কাগজ, একটি কলম
এই তো আমার ব্যথার মলম
একটু সময়, নিয়েই আমার অবসর
একটা ভাব, আর একটা শব্দ
তাই দিয়ে শুরু আমার পদ্য
পরের শব্দ, চলে আসে তৎপর|


একটা পুরুষ, একটিই নারী
হোক বা না হোক নারী সুন্দরী
পাশাপাশি হলে, বাড়ে অনুভূতি বিস্তর
এক সংকোচ, এক প্রতিরোধ
একটি ইশারা ভাঙে অবরোধ
ফুটতেই পারে ভালবাসা, মাটি উর্বর|


এক শুভ রাত, একটি প্রভাত
সময় হারিয়ে যায় নির্ঘাত
দুই আশা মিলে, হয়ে যায় যুক্তাক্ষর
এই বিশ্বাস, দুই নিঃশ্বাস
এক আবরণে গড়ে ওঠে বাস
জীবনে স্বপ্ন, আর কল্পনা বাঁধে ঘর|


এক জোড়া পায়ে, একটি নূপুর
গুঞ্জিত ধ্বনি, ভারী সুমধুর
তাল, সুর, লয় ভরে দেয় এই অন্তর
একটা মন্ত্র, একটাই বাণী
অনেক মন্ত্র, জীবন কাহিনী
কোন সে মন্ত্র, যেটা সকলের সহচর!


একটি ধারণা, এক অনুমান
একটি বিষয়, এক অভিযান
এক এক জীবন বিভিন্ন মতে অগ্রসর
একটি কামনা, একটা বাসনা
সর্ব সময় যোগায় প্রেরণা
অবিরত ভাবনার স্পন্দন, অগোচর|


একটি অরুণ, ওই এক আকাশ
হারিয়ে যাবে না এই বিশ্বাস
আলোর প্লাবন প্রতিদিন ভূমি জুড়ে
একটা শরীর, একটাই মন
চলেই আসছে এই প্রকরণ
তৃপ্তি এতেই নিতে হয় বারে বারে|