একটা কারণে রাত্রিকে চাই মম পাশে
আর এক কারণে রাত্রিকে চাই বহু দূরে
একটা কারণে ভসলবেসে ফেলি দিনকে
অন্য কারণে দিনকে দেখি না ঘুরে।


একটা কারণে ঘর ছেড়ে যাই বাহিরে
সে কারণ নেই, থাকি তো ঘরের ভিতরে
একটা কারণ আনে দুর্গতি সামনে
কারণ হারালে দুর্গতি যায় পিছনে।


একটা কারণে ফুলটাকে দেখে হাসছি
অন্য কারণে একই ফুল দেখে ভাবছি
একটা কারণে করি স্থান পরিবর্তন
আর এক কারণে স্থির হতে চায় এই মন।


একটা কারণ খাওয়া থেকে রাখে বিরত
ভিন্ন কারণে শুধু খেতে চাই অবিরত
একটা কারণে স্বাস্থ্যের দিকে ধ্যান যায়
কারণ লুকোলে স্বাস্থ্য থাকে না ভাবনায়।


একটা কারণে তর্ক করতে চায় মন
সেই কারণেই অন্য ব্যাপারে তর্ক নয়
একটা কারণ আমাদের কাছে টেনে আনে
সে কারণ ভুলে যাই কেন এই জীবনে!


একটা কারণ কাজে এনে দেয় প্রেরণা
সেই কারণটা অন্য কাজেতে বেদনা
একটা কারণ কর্মের গতি রাখে ধরে
কারণ থাকেনা, গতির মৃত্যু অগোচরে।


একটা কারণ সবাই খুঁজছে করতে লাভ
কারণ পেলেই পাল্টে যাচ্ছে সব স্বভাব
একটা কারণ প্রতি ক্ষণে ক্ষণে মরছে
অনেক কারণ তার বদলেও গড়ছে।


একটা কারণ এই মুহূর্তে চিহ্নিত
সে কারণ হয়ে যাবেই তো বিস্মৃত
একটা কারণ নিয়ে নয় মন তৃপ্ত
বহু সংখ্যক কারণেইহয় বুদ্ধিদীপ্ত।


একটা কারণ জীবন চালাতে পারে না
প্রচুর হলেও কারণ বেশীও হয় না
একটা কারণ ছিল তাই পাই বেশী
বেশী কারণেও জীবন হয় একপেশী।