একটা কথা বলতেই চেয়েছিলে
আর সাথে চেয়েছিলে নির্জ্জনতা
এই তো আমি বসে তোমার সামনে
নিয়েও এসেছি সমুদয় নীরবতা|


তোমার বসার ধরণ দেখে ভাবছি
একি দীর্ঘ সময় থাকার অভিসন্ধি!
তা হোক, আমি থাকব তোমার সাথে
'একটা কথায়' গড়েও ফেলব সন্ধি|


'একটা কথা' আমার ভালো লাগবে
পরিস্থিতি দেখে এই  কথা বলছি
'একটা কথা' বলতে দেরী করো
রাঙা মুখের রঙ উপভোগ করছি|


'একটা কথা' কেমন ভাবে বলবে!
ভাবছো নাকি সেটাই তুমি এখন!
ভেবে ভেবে পার করোনা সময়
তোমার সঙ্গ ছাড়ার নেই প্রয়োজন|


'একটা কথা' শুনতেই চাই আমি
না-এর দ্বিধায় হয় নি যে জিজ্ঞাসা
আজকে পাবো তোমার স্বীকারোক্তি
করবে পূরণ তুমি আমার আশা|


'একটা কথা' বলতে কি আর পারবে!
মুখ ফুটিয়ে বলতে চাও না তুমি
তাই তো ভাবে করেও দিচ্ছ প্রকাশ
'একটা কথা' শুনতে চাই না আমি|


'একটা কথার' আর প্রয়োজন নেই
এখন হবে অনেক অনেক কথা
'একটা কথা' জুড়েছে দুই হৃদয়
খুলতে হয়নি উচ্চারণের পাতা|